আসছে দুই হাজার একুশ


বছর আগে এসেছিলে দু হাজার বিশ এমন এক রাতে
অভিশপ্ত সেই রাত একটি বছর খেলেছো জীবনের সাথে

অনেক হলো প্রাণ নিয়ে খেলা  এবার তুমি  নাও বিদায়
বেদনার স্মৃতিগুলো মুছে দিতে চাই আগামীর প্রত্যাশায়

প্রতিদিন যাচ্ছে কত প্রাণ মৃত্যুর শহরে বেঁচে আছি
রাতদিন শুধু বাঁচার লড়াই  নতুন আশায় বুক বাঁধছি

দুঃখ নেই মনে আজ এতটুকু তোমায়  বিদায় জানাতে
বিষ মুক্ত হবে আকাশ বাতাস নতুন এক প্রভাতে

দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবে সকলি তোমায় বিদায় জানিয়ে
বাঁচবে  আবার  নতুন করে আশার আলো জ্বালিয়ে

আসছে  দু হাজার একুশ আনন্দ খুশীর ঝোলা বয়ে
সান্টার হাত ধরে নাচবে সবাই পুরোনো স্মৃতি ভুলে গিয়ে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ