শিক্ষার আলো
সকাল হলে বেড়িয়ে যায় দাদু মোষ নিয়ে
সময় কাটে ভালোই দাদুর বাচ্চাদের পড়িয়ে।
দাদু নাতির দেখা হয় রোজ পথের ধারে
ছুটির দিনে দাদুর কাছে পড়াশোনা করে।
দাদু বলে নাতিকে বড় যদি তুমি হতে চাও
পড়াশোনা করো মন দিয়ে তবে শিক্ষিত হও।
পড়াশোনার অনেক গুণ যদি লাগে কাজে
জ্ঞানের আলো জ্বলবে দেখো সকলের মাঝে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন