আমার ভাষা
কলমে...✍️উমা মজুমদার
২১/২/২৩
শিক্ষার হাতেখড়ি বাংলা আমার প্রাণ
বাংলা ভাষায় পাই মায়ের ঘ্রাণ
বাংলা আমার শিক্ষা অন্তরে অন্তরে
মাতৃভাষার ঠাঁই দিই সবার উপরে
কিসের লজ্জা বাংলায় কথা বলি
অহংকারে ডগমগ মাতৃভাষা ভুলি
সংস্কৃতি ঐতিহ্যে মাতৃভাষার পরিচয়
সগৌরবে হোক মাতৃভাষার সর্বত্র জয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন