চা য়ের অনুভূতি
চায়ের অনুভূতি
উমা মজুমদার
১৫/৩/২১
স্বাদে গন্ধে ভরপুর, একটি কুঁড়ি দুটি পাতা
নিপুণ হাতের ছোঁয়ায় সৃষ্টি ,চা য়ের সার্থকতা।
দিনে রাতে চাহিদা ,হাটে বাজারে ফুটপাতে
মাটির ভাঁড়ে, চা য়ের তৃপ্তি চলতে ফিরতে।
বেঁচে থাকার আশ্রয় চা বানিয়ে পেট চালায়
এক কাপ চা য়েতে সারাদিনের ক্লান্তি মেটায়
ব্যস্ত জীবননের নিত্যসঙ্গী দিনের শুরু চা দিয়ে
চা য়ে আছে অনেক গুণ ,লেবু চা আদা দিয়ে
গল্প কথায় আসর জমে, চা য়ের বেশ আড্ডাটা
ভালোবাসার মিষ্টি অনুভূতি, থাকে চা য়ের চুমুকটা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন