পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

expectations

#expectations  আমরা যেটাকে Expectation বলি,,,,, আশা করা বলি,,,, প্রত্যাশা বলি,,,, অবহেলা বলি...যাই বলি না  কেন আসলে এটা আমাদের অতিরিক্ত চাহিদা,,,,একজন মানুষের  প্রতি Expectation একদিনে মনে বাসা বাঁধে না,,,,, দিনের পর দিন,,,, মাসের পর মাস বিন্দু বিন্দু করে গড়ে উঠে,,,,।  মনের অজান্তেই সেই গুলো আমাদের মনে বাসা বাঁধে তার থেকে কিছু পাওয়ার আশা মনে জন্ম নেয়,,।  যেই চাহিদা গুলো মিটানো আমাদের প্রিয় মানুষ গুলোর পক্ষে কঠিন হয়ে উঠে বা তারা বুঝতে পারে না কোথায়  তাদের ভুল বা এমন ও হতে পারে অপছন্দের,,. সেই মানুষটি  হয়তো তার প্রতি বিরক্ত বোধ হয় নানা কারণে,,,। আমরা শুধু নিজেদের ইচ্ছে গুলোকেই প্রাধান্য দেই যার ফলে অপর প্রান্তের মানুষটা কি চায় সেটা বুঝতে পারিনা,,,আমরা নিজেদের মনটার সাথে তুলনা করে তাদের মনের বিচার করে ফেলি আর তখনই সেটা আমাদের জন্য দুঃখের কারণ হয়ে উঠে,,,,। যেটা আমাদের কাছে একটু চাওয়া মাত্র,,,,,, সেটা তার কাছে অতিরিক্তও মনে হতে পারে,,,,, সবার মন এক রকম নয়,,,, । আমি হয়তো  তাকে অনেক আপন ভেবেছি যার ফলে তার প্রতি Expectation চলে এসেছে,,,সে যে আমাকে আ...

ভাগ্যের লিখন

ভাগ্যের লিখন কে পারে বদললাতে  তবুও বিশ্বাস যদি ভাগ্য পারে পাল্টাতে দামী দামী গ্রহ রত্ন আছে যত নেয় পড়ে  বিশ্বাসে মিলায় বস্তু মনে ভর করে।

গল্পকার

মন খারাপের গল্প কথায়  কতনা আয়োজন ভালো থাকার সেরা পথটি বেছে নেওয়ার সংগ্রাম    রঙিন স্বপ্নে মোড়া  জীবন গল্পাকার               সময়ের স্রোতে হারিয়ে যায়                    সাধ পূরণের সকল আস্তানা            কান্না হাসির পোঁটলা বাঁধা             ‌।   কলম খুঁজে বেড়ায় নাম ঠিকানা।

যতটা ত্যাগ ততটাই শান্তি

শরীর খারাপ হলে মনটা ও যেন বিরক্ত বোধ করেনিজের মন সেও তখন পরের মতো আচরণ করেকয়েকদিন ধরে পায়ের ব্যথায় অসম্ভব যন্ত্রণা বলি,,মনকে, কিরে তোর আবার কি হলো মুখ গুঁজে বসে,,শরীর খারাপ আমার তুই তো আছিস বেশ ভালো নিজের কাজগুলো দেখ,,, সেও বিমুখ ফিরে চায়না ,,,কি আশ্চর্য এমনটাই বোধহয় হয়,,প্রিয় জিনিষ বলো আর প্রিয় মানুষ জন চোখের আড়ালে কখন যে আপন থেকে পর হয়ে যায় বুঝতে ও সময় দেয়না,,,। আমাদের মেয়েদের জীবনটাই বোধহয় এমন ছোট থেকে যে বাবা মায়ের ঘরে বড় হই সেটাও কিভাবে একদিন সব থেকে প্রিয় আপন ঘরটা,,,, যেখানে  কত যে স্মৃতি ছোটবেলার,,,,কখন যে  পর হয়ে যায় নিজেদের অজান্তে,, ভাবতেই কেমন যেন একটা কষ্টের অনুভূতি হয়,,,তারপর তো আসল জীবন শুরু  মানিয়ে নেওয়ার ,,,,এই জীবনটা  কাটে শুধুই পরের সংসারকে আপন করে নেওয়ার পালা,,,মায়া মমতায় বেঁধে বেঁধে জীবন কাটানো,, সেটাও কখনও আপন হয় বলে মনে হয় না,,, শুধুই আপোষ করা দিন যাপন তারেই মাঝে কত রকমের যে ফাঁক,, ,, পিছুটানের ঘোর,,, মমতায় স্নেহে বেঁধে রাখা,,,।  এবার এই বেঁধে রাখা সময়গুলো ভেসে যাক মেঘের সাথে ,,,পিছুটানের ঘোর কাটিয়ে গিঁটটা খুল...

চালিকাশক্তি

কঠিন পরিস্থিতিতে মানুষের ইচ্ছাশক্তিই প্রধান চালিকা শক্তি,,,,। চারিদিকের পথ যখন হারিয়ে যায়  মস্তিষ্কের ক্ষীণ আলোই পরিস্থিতির মোকাবেলা করতে সাহায্য করে।

গরীবের দুমুঠো আহার

ক্ষুধার্ত চোখ অভুক্ত পেট চেয়ে রয় দুমুঠো খাবারের তাড়না কি করে সয় খাওয়ার চেয়ে নষ্ট বেশি জমে পাহাড়  ক্ষতি তো নেই যদি পায় গরীবেরা আহার।

পরিবর্তন

জীবনের সবচেয়ে বড় সত্যের নাম পরিবর্তন,,,সময়ের সাথে সাথে মানুষ বদলায় পরিবর্তন কারও উপর প্রতিশোধ নয়,,,,।  এটা নিজের আত্মসম্মান রক্ষার সবচেয়ে নীরব যুদ্ধ,,।

তিলকে তাল করা

তিলকে তাল করা... নানা বাড়ীর  হাঁড়ির খবর  পেট পুরে গিলে নেয় হজমটা হয়না শেষমেশ যতক্ষণ না  কথাগুলো বেরোয় এটাকে বলে পরনিন্দা পরচর্চা  অভ্যাসের দাস সুযোগ পেলেই অপরের বদনাম  নেই তার শেষ দেওয়ালের ও কান আছে  তাইতো বলে সবাই  তিলকে তাল করে অন্যের  দোষ খুঁজে বলে বেড়ায়।

নুন আন্তে পান্তা ফুরোয়

ক্ষুধার্তদের মুখে উঠেনা দুমুঠো অন্নের দানা গরীবের নুন আন্তে পান্তা ফুরোয় পেটের জ্বালা  বড়লোকের বেহিসাবি খাওয়া দাওয়া শুধু অপচয় নামিদামি রেষ্টুরেন্ট মজমস্তি কুকীর্তির যত রঙ্গশালা

বৃষ্টির সমীকরণ

 মেঘের পসরা আকাশজুড়ে ,,,সাদা কালো মেঘ পেজো তুলার মতো ছোটাছুটি করে,,,, রোদ বৃষ্টির খেলা যেন জীবনের উত্থান পতনের মেলা,,, সুখ দুঃখের প্রতিচ্ছবি যেখানে রোদ জীবনের আনন্দ  আনে,,,  বৃষ্টি যেন সেখানে দুঃখ  বেদনার প্রতীক হয়ে  অশ্রু ঝরায় দু নয়নে….. বৃষ্টি সবার জীবনে আনন্দ বয়ে আনে না,,, বৃষ্টি এলে কারো মনে সুখের সুর বাজে  কারো ছাদ চুইয়ে জল পড়ে ঘর ভিজে,,,।