expectations
#expectations আমরা যেটাকে Expectation বলি,,,,, আশা করা বলি,,,, প্রত্যাশা বলি,,,, অবহেলা বলি...যাই বলি না কেন আসলে এটা আমাদের অতিরিক্ত চাহিদা,,,,একজন মানুষের প্রতি Expectation একদিনে মনে বাসা বাঁধে না,,,,, দিনের পর দিন,,,, মাসের পর মাস বিন্দু বিন্দু করে গড়ে উঠে,,,,। মনের অজান্তেই সেই গুলো আমাদের মনে বাসা বাঁধে তার থেকে কিছু পাওয়ার আশা মনে জন্ম নেয়,,। যেই চাহিদা গুলো মিটানো আমাদের প্রিয় মানুষ গুলোর পক্ষে কঠিন হয়ে উঠে বা তারা বুঝতে পারে না কোথায় তাদের ভুল বা এমন ও হতে পারে অপছন্দের,,. সেই মানুষটি হয়তো তার প্রতি বিরক্ত বোধ হয় নানা কারণে,,,। আমরা শুধু নিজেদের ইচ্ছে গুলোকেই প্রাধান্য দেই যার ফলে অপর প্রান্তের মানুষটা কি চায় সেটা বুঝতে পারিনা,,,আমরা নিজেদের মনটার সাথে তুলনা করে তাদের মনের বিচার করে ফেলি আর তখনই সেটা আমাদের জন্য দুঃখের কারণ হয়ে উঠে,,,,। যেটা আমাদের কাছে একটু চাওয়া মাত্র,,,,,, সেটা তার কাছে অতিরিক্তও মনে হতে পারে,,,,, সবার মন এক রকম নয়,,,, । আমি হয়তো তাকে অনেক আপন ভেবেছি যার ফলে তার প্রতি Expectation চলে এসেছে,,,সে যে আমাকে আ...