পোস্টগুলি

মে, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মোবাইল

সময়ের ঘোরপাকে শৈশব ভুলে মোবাইলটা হাতে সারাদিন চলে শৈশবের সরলতা মোবাইলে আবদ্ধ পুতুলখেলা রান্নাবাটি সবে সময়ে রুদ্ধ।   

মায়ের আঁচল

স্নেহ মমতায় মায়ের মত  পৃথিবীতে হয় কি  কেও আর  মায়ের কাছে সন্তানের জন্ম জীবনের পরম উপহার। শিশুর আশ্রয় মায়ের কোলে  এমন নিরাপত্তা আছে কোথায়  তপ্ত রৌদ বৃষ্টিতে মায়ের আঁচল  সব কিছু থেকে শিশুকে বাঁচায়। মায়ের বুক জড়িয়ে শিশু  খুঁজে পায় শান্তির পরম সুখ সকল যন্ত্রনা ভুলিয়ে দেয় মায়ের  দেখলে পরে শিশুর  মুখ। বিপদের ঢাল হয়ে সামনে দাঁড়ায় মা  সন্তানকে সদা রক্ষার জন্য   মা ডাকে প্রাণ জুড়ায়  মাতৃত্বে নারীর জীবন ধন্য। ✍️উমা মজুমদার।

ছেঁড়া ছেঁড়া মেঘ

ছেঁড়া ছেঁড়া কালো মেঘ ভেসে যায় আকাশে এই যেন নামবে অঝোর ধারায়  অভিমান গুলোও বড্ড নাছোড়বান্দা সঙ্গী হতে চায় ঐ মেঘের সাথেই  মন খারাপের স্মৃতি গুলো জড়িয়ে ধরে মাঝে মাঝে  ইচ্ছে করে উড়ে যাই মেঘেদের সাথে ভাব জমায় বৃষ্টি ধোয়া বিকেল স্মৃতি গুলোও অনবরত ভিজে বেড়ায় মনের উঠোনে   মনে হয় বৃষ্টির ফোঁটা গুলো যেন মনকে সান্ত্বনা দিতে আসে  ছোটবেলার স্মৃতিগুলো একবার ফিরে দেখে বৃষ্টির এক অদ্ভুত ক্ষমতা উদাসীন শব্দরাও তাদের নীরবতা কাটিয়ে মনের পাতায় দুকলম যায় লিখে ।

মানবতাই ধর্ম

মানবতাই ধর্ম ................................. নাম নয় ধর্ম নয় মনুষ্যত্বই  হোক মানুষের পরিচয়  সৃষ্টির সেরা জীব মানুষ  মানবতাই শ্রেষ্ঠ গুণ হয়।  ধীরে ধীরে গ্রাস করে চলেছে  সভ্যতাকে নির্মমতার অসুখ ষড়যন্ত্রের ফাঁদে পড়ে কাঁদে প্রাণ ছিনিয়ে নেয় জীবনের সুখ।  মন কাঁদে মানুষের দুরবস্থা দেখে  জাগ্রত হোক বিবেক মনুষ্যত্ব  হিংস্রতার উদাহরণ মানুষের মধ্যে  খুবলে খায় শরীর জানোয়ারের  মতো। বদলে গেছে শ্রেষ্ঠ সৃষ্টির মানবের  মতি গতি কপোট ক্ষুরধার মস্তিষ্ক পাপ পুণ্য বোধের মানসিকতা হারিয়ে  ধর্ম বিদ্বেষ হিংসার বলি মানবিকতায় ধিক। ✍️উমা মজুমদার  11/5/25

লিমেরিক

লিমেরিক... মশার কামড় থেকে শরীর যাতে রক্ষা পায়   সেলাই খুলে মশারির করলো একটা উপায়    মশাদের রক্ত খাওয়া চলবেনা      নো ডিস্টার্ব চলে পড়াশোনা  বুদ্ধিতে হলো কাজ রেজাল্ট দেখে অবাক সবাই ।

মূল্যের দাম

মূল্য টা হোকনা একটা ছোট্ট শব্দ  কিন্তু তার কাছে তার দাম অনেক বেশি  মূল্যকে যখন সস্তা ভেবে নীচু করা হয়   অনেক বেশী মূল্য  দিয়ে সেই দাম  চুকাতে হয়।

চাইনা হারাতে

. ওগো প্রিয়ে দাঁড়াও ক্ষনিক  ঘাটে লাগাই নৌকা  হারাবো দুজনে ওই কাশবনে  যেওনা চলে আমায় করে একা  নীলাম্বরী তোমার মধু সাজ চোখ ফিরাতে চায়না আজ মন ভরে শুধু তোমায় দেখি না বলা কথাগুলো থাক বাকি  ব্যাথিত হদয় শুধুই খুঁজে ফেরে চাইনা হারাতে তোমায় বারেবারে।

ছেলে বাবা

লিমেরিক.... খোকা কাঁপে ভয়ে স্কুটারটা যায়না পড়ে  বিশাল দেহখানা বাবার সামলায় কি করে  কোনো রকমে বসে খোকা  বিপদ তখন খায় যদি ধাক্কা  চেষ্টা করেও দুহাত পোঁছায়না ভুঁড়িখানা জড়িয়ে ধরে।