মুক্ত স্বাধীনতা
মুক্ত স্বাধীনতা স্বাধীনতা মানে নয় স্লোগান পতাকা হাতে মিছিল বলো স্বাধীনতা তুমি একদিনের শুধু নয় দিবস পালন স্বাধীনতা হোক ঘরে ঘরে অধিকার সন্মানে মননে শ্রদ্ধা বিশ্বাসে হোক স্বাধীনতার পূনর্মিলন। স্বাধীনতা হোক এক নীল আকাশ মুক্ত বাতাস খোলা আকাশে ডানা মেলে উড়ে যেতে চায় পরাধীন হয়ে বেঁচে থাকার নয় স্বাধীনতার সুখ স্বাধীনতা কেন যন্ত্রণা জর্জরিত বন্দীদশা অবস্থায়। বৃটিষ শোষণ থেকে মুক্তি পেতেই কি ছিলো আন্দোলন স্বাধীনতার দেখিয়ে দাও স্বাধীনতা মানে অক্ষরে অক্ষরে সততার আলিঙ্গনে শুদ্ধ হোক স্বাধীনতার পবিত্রতা স্বাধীনতা নয় পরাধীন স্বাধীনতা সকলের সমান অধিকার। ✍️ উমা মজুমদার 3/2/25