পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ওল্ড ইজ গোল্ড

সেইদিন সেই মুহূর্তের কথা আমরা কতটুকুই বা মনে রেখে বসে থাকি কিন্তু স্মার্টফোনের মারফতে আমরা আমাদের প্রিয় মুহূর্ত গুলো  বারবার ফিরে পাই,,,ভালোলাগে চলে যাওয়া সেদিনের মুহূর্ত গুলো ছবির মাধ্যমে  অনুভব করতে ফিরে দেখতে। আগে দিনগুলো ছিলো অন্যরকম যখনই মনখারাপ হতো কিছুদিন পর পর অ্যালবাম খুলে বসতাম,,,,,। ডিজিটাল এই যুগে আমরা সবাই হয়তো পুরানো ছবির সেই অ্যালবাম গুলোর কথা ভুলেই গিয়েছি,,,,, আমরা সবাই এখন স্মার্ট ফোনেই আমাদের সবার ছবি বা ভিডিও গুলো দেখে থাকি বেশি,,,,,, আর সত্যি বলতে আধুনিকতা আর প্রযুক্তির ছোঁয়া এমন ভাবে লেগে গেছে আমাদের জীবনে যে এর বাইরে যাওয়ার কোন উপায়ই নাই,,,,,, তাই পুরোনো ছবির অ্যালবাম গুলো হয় হারিয়ে ফেলেছি, অথবা অযত্ন আর অবহেলায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন,,,,,তবে ফোনের গ্যালারিতে ছবি দেখার থেকে অ্যালবামে ছবি দেখার আলাদা একটা মজা আছে,,,,, আবেগ অনুভূতি এবং ভালোবাসার মাত্রা টা বোধ হয় বেশি কাজ করে,,,।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️               "ওল্ড ইজ গোল্ড" ✍️উমা মজুমদার  ২৮/২/২৫

ভালোবাসার বন্ধন

কন্টক পথ যেতে হবে বহুদূর  দূরে রাখে সকল আপদ থেকে   জীবনের পথে এগিয়ে যাওয়ার  পথ দেখিয়ে যায় নির্দিষ্ট লক্ষ্যে।  হাঁটি হাঁটি পা করে শেখায় পথ চলা সুশিক্ষায় চরিত্র গঠনের দর্পণ দেখায় আদর আবদারের ভালোবাসা র চাদর   মাথার উপর ছাতা হয়ে নির্ভরতার আশ্রয়। কঠিন পরিস্থিতিতে সবটুকু দিয়ে তিল তিল করে বড় করে যাঁরা  সহে যায় শত কষ্ট  সন্তানের তরে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দেয় বাবা মায়েরা।

আপনঘর

শিরোনাম..আপনঘর একান্ত আপন আমার অতি আপন ঘর ।এখানে যুক্ত হয়েছি, হয়ে গেলো অনেক অনেক বছর । অনেক গ্রুপ ছেড়ে নিজেই চলে এসেছি কিন্তু এই আপন গ্রুপ ছাড়ার কথা ভাবতে পারিনা। এটা যেন আমার খুব কাছের হয়ে উঠেছে,,ভুল ভ্রান্তি নিয়ে মানুষের জীবন সবকিছুই মিলেমিশে থাকে  এখানে আসার কথা বলতে গেলে মনে পড়ে একদিন বিচরণ করতে করতে হটাৎ Ekntoআপন গ্রুপ টা চোখে পরে ।দেখলাম চেনাশোনা বেশকিছু বন্ধু বান্ধব কে ভাবলাম আমিও  জয়েন করি ,,জয়েন করে খুব আনন্দিত হোলাম ।  কেও এলো কেও গেলো এভাবেই একান্ত আপন নিজের স্বতঃস্ফূর্ত হয়ে মাথা উঁচু করে কাজ করে চলেছে। ছোট ছোট আন্ন্দ খুশি সকলের সাথে ভাগাভাগি  করে নিতেই একান্ত আপন। এখানে আসার পর কেয়া স্মৃতিকনাদিকে পেয়ে আরও যেন একান্ত আপন আমার কাছে অতি আপন হয়ে গেছে । নিজের সুবিধা অসুবিধা গুলো মন খুলে বলতে পারি,তাদের কাছে ,,কখন ও অনেকদিন হয়ে যায় ঠিকমত গ্রুপে আসতে পারিনা। একান্ত আপনে এসে আমি একজন প্রিয় বন্ধু পেয়েছি একজন দিদি পেয়েছি। স্মৃতিকনাদির সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে ।আশা রাখছি কেয়ার সাথে দেখা হওয়ার। 🥰🥰🥰 একান্ত আপনের জন্য সাজাই অনেক শুভেচ্ছা ও শ...

ফুলকপি বাঁধাকপি

চিত্রকল্প... ছন্দে ছন্দে  শিরোপা.,,, ফুলকপি বাঁধাকপিতে  চলছে বেদম লড়াই  সেরার সেরা শিরোপা নিয়ে  দুজনে থাকতে চাই। শীতের সবজি বাঁধাকপি ফুলকপি  ভালোবেসে খায় সকলে  আদর যত্ন করে রাঁধা হয় ঘরে   কত কি সকাল বিকেলে। লোকের কথায় কান দিও না গ্যাস অম্বল হয় খেতে গিয়ে  মাঝের ঝোলে ফুলকপি আর   খেতে মজা লুচি বাঁধাকপি দিয়ে। বন্ধ করো বাদ বিবাদ নিজেদের  নেমেছো সেরার প্রতিযোগিতায়  সময় গেলেই করবে দূর তোমাদের  বসে থাকবে বছরের অপক্ষায়।   তাই বলি যত দিন ইচ্ছে থাকো  মিলেমিশে শীতের বাজারে গাঁটছড়া বেঁধে চলো দুজনে পদের আহারে বাহারে।   ✍️উমা মজুমদার  ১৯/২/২৩

মুক্ত স্বাধীনতা

 মুক্ত স্বাধীনতা  স্বাধীনতা মানে নয় স্লোগান পতাকা হাতে মিছিল বলো স্বাধীনতা তুমি  একদিনের শুধু নয়  দিবস পালন স্বাধীনতা হোক ঘরে ঘরে অধিকার সন্মানে মননে  শ্রদ্ধা বিশ্বাসে হোক স্বাধীনতার পূনর্মিলন। স্বাধীনতা হোক এক নীল আকাশ মুক্ত বাতাস  খোলা আকাশে ডানা মেলে উড়ে যেতে চায় পরাধীন হয়ে বেঁচে থাকার নয় স্বাধীনতার সুখ স্বাধীনতা কেন যন্ত্রণা জর্জরিত বন্দীদশা অবস্থায়।  বৃটিষ শোষণ থেকে মুক্তি পেতেই কি ছিলো আন্দোলন স্বাধীনতার দেখিয়ে দাও  স্বাধীনতা মানে অক্ষরে অক্ষরে    সততার আলিঙ্গনে শুদ্ধ হোক স্বাধীনতার পবিত্রতা  স্বাধীনতা নয় পরাধীন স্বাধীনতা সকলের সমান অধিকার। ✍️ উমা মজুমদার  3/2/25