মোবাইল বন্দী



স্নানে করতেও মোবাইল হাতে
একি কান্ড ছেলের
অবাক হয়ে বাবা দেখে কি দিনকাল 
এলো নিস্তার নেই মোবাইলের।
 খেলাধুলা ভুলে দিনরাত পার করে 
দেয় এক যন্ত্রের সাথে 
ঘরে বাইরে যেখানে যাকে দেখো চলছে
মোবাইল নিয়ে হাতে।
মোবাইল ছাড়া চলেনা একমিনিট 
 ছোট বড় সবে সমান
 খাওয়া দাওয়া উঠাবসা সবেতে সঙ্গী 
 কি যে তার মান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ