পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

একান্ত আপনের জন্য কিছু কথা...

একান্ত আপন আমার অতি আপন ঘর ।এখানে যুক্ত হয়েছি, হয়ে গেলো অনেক বছর ।অনেক গ্রুপের সাথে আমি যুক্ত ছিলাম কিন্তু কখন ও একান্ত আপনের মতো আপন করে হয়তো নিতে পারেনি । একান্ত আপনে সেটা কখন ও মনে হয়নি সেই জিনিষটা ।এখানে আসার পর কেয়া স্মৃতিকনাদিকে পেয়ে আরও যেন একান্ত আপন আমার কাছে অতি আপন হয়ে গেছে । নিজের সুবিধা অসুবিধা গুলো মন খুলে বলতে পারি,তাদের কাছে ,,কখন ও অনেকদিন হয়ে যায় ঠিকমত গ্রুপে আসতে পারিনা। একান্ত আপনে এসে আমি একজন প্রিয় বন্ধু পেয়েছি একজন দিদি পেয়েছি। স্মৃতিকনাদির সাথে দেখা করার সৌভাগ্য হয়েছে ।আশা রাখছি কেয়ার সাথে দেখা হওয়ার। 🥰🥰🥰 একান্ত আপনের জন্য সাজাই অনেক শুভেচ্ছা ও শুভকামনার  ডালা একান্ত আপন মনোরঞ্জন ,শিক্ষা, জ্ঞান সাহিত্য অর্জনের নতুন পাঠশালা ।💐💐💐

শীতের মজা

শীত এলো দাপিয়ে কুয়াশার চাদরে মুখ ঢেকে ভালোই লাগে শীতে আগুন জ্বালিয়ে হাতপা সেঁকে ঝুলছে গাছে খেজুর গুড়ের হাঁড়ি  পিঠে পুলি হবে সকলের বাড়ি  শীতের মজা নাও লুটেপুটে সুস্থ রাখো নিজেকে। ✍️উমা মজুমদার ২৩/১২/২৩

পোড়াশোনার সাতকাহন

মিষ্টি মধুর শৈশব স্মৃতি  মনে পড়ে  ছবি দেখে  লেপ মুড়ি দিয়ে পড়তে বসা  বই পত্র সামনে খোলা রেখে  হাড় কাঁপানো ঠান্ডা ঘুমে চোখ  ঢুলু ঢুলু সকাল সন্ধ্যা য় মায়ের শাসন ফাঁকি দেওয়া  চলবেনা পরীক্ষা দোরগোড়ায়  আনতে হবে ভালো নম্বর সাবজেক্টে  নইলে যে রক্ষে নেই মন্ডা মিঠাই জুটবে কপালে  রেজাল্ট টা ভালো হলেই। ✍️উমা মজুমদার ২১/১২/২৩