নিয়মরেখা
পূজো উপলক্ষে একটি কবিতা আমার.....
নিয়মরেখা
কলমে__উমা মজুমদার
২/১০/২১....
বিচিত্র নিয়মে পৃথিবী চলে
চলেনা জীবন সমান্তরালে
বাঁচার প্রয়াস ছন্দ মিলিয়ে
অভিযোগ নেই জীবন নিয়ে
পরিচয় পায় সমাজ থেকে
পথ শিশু বলে সকলে ডাকে
শৈশব হারায় কাজের মাঝে
মুখে মিষ্টি হাসি শৈশব খোঁজে
দিন কাটে পথে ভাবনা নেই
অনাহারে কাটে এইভাবেই
পথে পথে ঘুরে পেটের জ্বালা
নাওনা বাবুরা একটি মালা
মুখখানা হাসি দুহাত পাতে
খুশী হয়ে নেয় কেও বা হাতে
জানেনা তাদের দোষ কথায়
অসহায়ে কেন দিন কাটায়
বছরে বছরে মা দূর্গা আসে
পথের দূর্গারা আঁধারে বসে
পূজোর আনন্দে দু চোখ ভিজে
আলোয় আলোয় মা দূর্গা সাজে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন