পরিস্থিতি কোথায় আমাদের নিয়ে এসেছে ,,,,একেই শহরে আছি কিন্ত নিজের মানুষের সাথে দেখা করতে পারছি না,,,,,,,দূরে থাকুক তবু ভালো থাকুক,,,,,রোজ ফোনে ফোনে কথা চলছে ,,,,,,বার বার করে হাত ধুচ্ছি কোন কিছু করার আগে,,,,,,,,দূরে থাকার চেষ্টা করছি করোনার থেকে ,,,,,নিজের মানুষদের জন্য সারাক্ষন একটা চিন্তা সবাই যেনো ভালো থাকে.... প্রয়োজন ছাড়া বাড়ী থেকে কেও আমরা বেরোচ্ছি না ,,,,আগের তুলনায় আমরা সবাই আছকাল অল্পতে সন্তোষ্ট থাকছি....... প্রত্যেক দিনই করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন খবরাখবর দেখছি,,,,, চারিদিকে কি ভাবে মানুষ মারা যাচ্ছে ,,,,,, সত্যি খুব কষ্ট হয় দেখলে,,,,,,,,,,,,,ছোটবেলায় মায়ের মূখে শুনেছিলাম এমন আতঙ্কের কথা ,,,,যখন যুদ্ধ হতো সবাইকে ঘরের ভিতর থাকতে হতো ,,, ,,আজ তেমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে....... কোথাও শান্তি নেই। সারাবিশ্বে আজ করোনার আতঙ্ক...….. করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন.... স্তব্ধ জনজীবন.... গৃহবন্দি মানুষ আতঙ্কে দিশেহারা! প্রতিটা মুহূর্তে মনের কোনে উঁকি মারছে একটাই ভয়...করোনা.... জানিনা কবে সুস্থ জীবন ফিরে পাবো... আজ রবীন্দ্রনাথ ঠাকুরের এ...