#জীবনে সবচেয়ে বড় সত্যের নাম পরিবর্তন ,,,,, #সময়ের পরিচয় হলো পরিবর্তন ,,, সময়,,,,পরিস্থিতি আর অভিজ্ঞতা মানুষকে বদলে দেয়,,,,আর সেই বদলের ছাপ পড়ে মনেও,,,,, কখনো কাউকে ভুলে যেতে,,,,কখনো নিজেকে নতুন করে গড়তে,,। #আকাশের রঙ বদলায় নদীর গতিপথ পরিবর্তন হয় জীবনের খাতাতেও আঁকা থাকে পরিবর্তনের নাম,, অজানা এক বদলের ছোঁয়া,,,, যা এগিয়ে যায় পরিবর্তনের হাত ধরে,,। #ঋতুর যেমন পরিবর্তন হয়,,,, অসময়েই যখন তখন যা কিছু হয়,,, কখনো মেঘ জমে,,, কখনো রোদ ওঠে,,, । যেখানে মানুষ ইচ্ছাকৃতভাবে কখনো জলবায়ুর পরিবর্তন করানোর চেষ্টা করে,, বিজ্ঞানের দ্বারা কি কি না সম্ভব হয়,,। #জীবনের আরেকটি সত্যি হলো ,,, জীবনে যা কিছুই হয় আমাদের মেনে নিতে হয়,,,যত কষ্টই হোকনা কেন বাস্থবতাকে মেনেই হাঁটতে হয়,,। #মনের আবেগ অনুভূতিও যেন পরিবর্তনের নামে পা মেলায় ,,,,, কখনো হাসে মন,,,কখনো কাঁদে,,,এই তো জীবন,,, এই তো পরিবর্তন,,, যা কখনো থেমে থাকে না,,,থাকে না কোনো বাঁধন,, কোন কিছুতেই আঁকড়ে থাকেনা,, ছাড়াই পরিবর্তন,,। #অতীতের দিনগুলো স্মৃতি হয়ে যায়,,, #বর্তমান দিনরাত্রি র মতো সাথে চলতে থাকে ,,,, #ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাক...