জীবনের রং
বিস্তির্ণ আকাশ মনের খোলা জানালা
রংধনুর সাতরঙে ইচ্ছেদের ডানা মেলা
দূর দিগন্তে স্বপ্নরা ছুটে মেঘের হাত ধরে
চাওয়া পাওয়ার হিসেব বাস্তবতার ভীড়ে
শহরের কোলাহলে সহস্র শব্দের গল্প কথা
ক্ষত বিক্ষত মন ভরে দেয় কবিতার পাতা
নিস্তদ্ধ রাত সঙ্গী হয় একাকিত্বের ব্যাথায়
জীবনের সত্য মিথ্যা সময়ের কাঠগড়ায়
চেনা পৃথিবীর অচেনা মানুষ মেপে কথা বলে
হারানো দিনের বোঝা নিয়ে স্মৃতি বয়ে চলে
মনের ছেঁড়া পাতায় নতুন শব্দের করি খোঁজ
সৃষ্টির খেলায় অটল দিন রাত্রি আসে রোজ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন