হেমন্তিকা


নতুন দিনের নতুন আশায় ষড় 
ঋতুতে ধরিত্রী সাজে
আসা যাওয়ার রীতি নিয়মে
 বিদায়ের সুর বাজে

আলো জ্বেলে  আসে মা শ্যামা
সকল আঁধার যায় কেটে
মিষ্টি আলোকে দিবাকর হাসে
সোনালি ধানে ভরা মাঠে


শিরশিরে হিমেল হাওয়া  
কুয়াশার চাদরে শহর  ঢাকা
হিমবায়ুর পালকি চড়ে নেমে 
আসে যে  হেমন্তিকা

রূপের রাণী সুখের বানী
 নবান্নতে খুশীর হাওয়া
উদাসী মনে ঝরা পাতা
 নতুনের পথ চাওয়া

মাঠে মাঠে সোনালি  ধান 
ঘরে ঘরে  উৎসবের খুশী
হেমন্তের আলোকচ্ছটায়
কৃষকের  মূখের  হাসি

নতুন ধানের  সুঘ্রানে 
খেজুড়  গুড়ের  রসে
মায়ের হাতে পিঠে পুলি 
 কে না খেতে  ভালোবাসে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সময় বা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ,,,,কিন্ত অনেক সময় সময়ের উপর সব ছেড়ে দেওয়া টাও বোকামি বলে মনে হয়,,

শ্রদ্ধাঞ্জলী

মূল্যবোধ