পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জীবনের রূপ রং

আবেগ আর বিবেক মন মস্তিষ্কের লড়াই হলেও দুটিই সুস্থ  ও অর্থপূর্ণ জীবনযাপনের জন্য একটি চাবিকাঠি..।  বিবেক সমসময় মাথা খেটে বুদ্ধি দিয়ে কাজ করে জীবনকে সঠিক পথ দেখায়… সেখানে আবেগ মনের বশীভূত হয়ে মান অভিমান রাগ ভালোবাসার অনুভূতি প্রকাশ করে হৃদয়ে ঝড় তোলে… মানুষের ন্যায় অন্যায় ভালো মন্দ বিচারের অন্তর্নিহিত ক্ষমতা  হলো বিবেক…আবেগ ক্ষণস্থায়ী মোহ সৃষ্টি করলেও বিবেকই সঠিক পথ দেখাতে পারে…  যেখানে আবেগ মনকে চালিত করে কতনা অনুভূতির প্রতিক্রিয়া  সৃষ্টি করে… সেখানে বিবেক মানুষকে আবেগের বশে ভুল কাজ করা থেকে বিরত রাখে…. জীবনের কঠিন পরিস্থিতিতে বাস্তবতার সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে বিবেক…. বিবেক ভালো ও মন্দ কাজের মধ্যে পার্থক্য বোঝায় এবং ভুল করলে অপরাধবোধ সৃষ্টি করতে অন্তরের ডাক শোনে… এটা সত্যি আবেগ না থাকলে জীবন রোবটের মতো প্রাণহীন হয়ে যেত… আবেগ ছাড়া যেমন  জীবন চলে না তেমনি বিবেক বুদ্ধি না থাকলে  মানুষ মনুষ্যত্বহীন হয়ে পড়ে….. তাইআবেগ এবং বিবেক উভয়েই একে অপরের পরিপূরক …।