মন কেমনের গল্প
আমার প্রতিদিনের পথচলার কিছু মুহূর্ত ক্ষন স্মৃতি হয়ে থাকুক আমার মনের পাতায়,,। যে পাতায় আঁচড় কাটে রোজ কলমের কালি সাক্ষী হয়ে থাকুক ডায়েরির অসমাপ্ত পৃষ্ঠায়,,,। মন কেমনের গল্প গুলো আজ অকারণে মনকে জাগিয়ে তোলে যা শব্দ দিয়ে প্রকাশ করা যায়না,,। মনের অনুভূতিগুলোও যেন নিজস্বতা হারিয়ে একটি নির্দিষ্ট ছন্দে তাল মিলিয়ে চলার অভ্যাসে পরিনত,, সীমাবদ্ধতা র গন্ডিটা আজ আর পেরোতে চায়না,,।